ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪


ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ফাইল ছবি।

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর রয়েছে। বায়ু দূষণে বিশ্বের ১১০ টি শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান রয়েছে দশম স্থানে। 


সোমবার (২৬ ফেব্রুয়ারি) আইকিউএয়ারের বাতাসের মান সূচকে সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার স্কোর ছিল ১৫৬। এই স্কোর অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়।


আরও পড়ুন: সংরক্ষিত আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ


এ সময় ২৩৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের শহর লাহোর। ১৯২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের শহর দিল্লি ও  ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই। পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।


প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূর্ষিত, সে সম্পর্কে তথ্য দেয় এবং কোন ধরনের স্বাস্থ্যঝঁকি তৈরি হতে পারে কি না তা জানান দেয়।


আরও পড়ুন: আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’


একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর বিবেচনা করা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোর খুবই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোর ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয় যার ফলে স্বাস্থ্যঝুঁকি মধ্যে পড়তে পারে।


আরএক্স/