পুতিনের নির্বাচন দেখতে বুধবার রাশিয়া যাচ্ছেন সিইসি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৪


পুতিনের নির্বাচন দেখতে  বুধবার রাশিয়া যাচ্ছেন সিইসি
সিইসি কাজী হাবিবুল আউয়াল - ফাইল ছবি

আগামী বুধবার (১৩ মার্চ) রাশিয়া সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ফেডারেল রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করতে  যাচ্ছেন তিনি। 


ইসির উপ-সচিব মো. শাহ আলম সই করা এক অফিস আদেশে বলা হয়, সিইসির সফর সঙ্গী হবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। আগামী ১৩ মার্চ তাদের রাশিয়ায় যাওয়ার কথা রয়েছে, ফিরবেন ১৯ মার্চ।


আরও পড়ুন: আবারও বাংলাদেশে আশ্রয় নিলেন ২৯ বিজিপি সদস্য


ইসি জানায়, সফরসময় ১৫ থেকে ১৬ মার্চ ‘নির্বাচনি সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মান’ শীর্ষক এক সম্মেলনে তারা অংশ নেবেন। আর ১৭ মার্চ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। সফরের সময় তাদের থাকা খাওয়ার ব্যয় বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। আর বাংলাদেশ নির্বাচন কমিশন বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে।


আরও পড়ুন: চিকিৎসকদের ‘প্রাইভেট প্র্যাকটিস’ কমিয়ে গবেষণায় নজর দিতে বললেন প্রধানমন্ত্রী


বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে প্রথমে দুবাই, পরে সেখান থেকে এয়ারলাইন্সটির আরেকটি ফ্লাইটে রাশিয়া যাবেন তারা। এরপর ১৮ মার্চ একই এয়ারলাইন্সের একইপথে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবেন ১৯ মার্চ।


জেবি/এসবি