পাকিস্তানের নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যারা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪


পাকিস্তানের নতুন  মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যারা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ১৯ জন।


সোমবার (১১ মার্চ) ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে শপথ নিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা।  এদের মধ্যে ১৮ জন পূর্ণমন্ত্রী, ১ জন প্রতিমন্ত্রী।


আরও পড়ুন: সৌদিতে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেয়া নোট ঘেঁটে দেশটির সংবাদমাধ্যম ডন বলছে,  মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে ১২ জন জাতীয় পরিষদের সদস্য (এমএনএ), ৩ জন সিনেটর। 


এ ছাড়া টেকনোক্র্যাট হিসেবে মুহাম্মদ আওরঙ্গজেব, মহসিন নাকভি ও আহাদ চিমা মন্ত্রিসভায় আছেন। প্রতিমন্ত্রী করা হয়েছে শাহজা ফাতিমা খাজাকে। নতুন মন্ত্রিসভায় তিনি একমাত্র নারী।


আরও পড়ুন: রমজানে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা


নতুন মন্ত্রিসভায় খাজা মুহাম্মদ আসিফকে প্রতিরক্ষা, প্রতিরক্ষা উৎপাদন ও উড়োজাহাজ চলাচল, মোহাম্মদ ইসহাক দারকে পররাষ্ট্র, মুহাম্মদ আওরঙ্গজেবকে অর্থ ও রাজস্ব, মহসিন নাকভিকে স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।


জেবি/এসবি