পাকিস্তানের নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪
পাকিস্তানের নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ১৯ জন।
সোমবার (১১ মার্চ) ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে শপথ নিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। এদের মধ্যে ১৮ জন পূর্ণমন্ত্রী, ১ জন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: সৌদিতে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেয়া নোট ঘেঁটে দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে ১২ জন জাতীয় পরিষদের সদস্য (এমএনএ), ৩ জন সিনেটর।
এ ছাড়া টেকনোক্র্যাট হিসেবে মুহাম্মদ আওরঙ্গজেব, মহসিন নাকভি ও আহাদ চিমা মন্ত্রিসভায় আছেন। প্রতিমন্ত্রী করা হয়েছে শাহজা ফাতিমা খাজাকে। নতুন মন্ত্রিসভায় তিনি একমাত্র নারী।
আরও পড়ুন: রমজানে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা
নতুন মন্ত্রিসভায় খাজা মুহাম্মদ আসিফকে প্রতিরক্ষা, প্রতিরক্ষা উৎপাদন ও উড়োজাহাজ চলাচল, মোহাম্মদ ইসহাক দারকে পররাষ্ট্র, মুহাম্মদ আওরঙ্গজেবকে অর্থ ও রাজস্ব, মহসিন নাকভিকে স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
জেবি/এসবি