নাবিকদের উদ্ধারের চেষ্টা, সোমালিয়ান নেভি ও দস্যুদের মধ্যে গুলি বিনিময়


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪


নাবিকদের উদ্ধারের চেষ্টা, সোমালিয়ান নেভি ও দস্যুদের মধ্যে গুলি বিনিময়
ফাইল ছবি

ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি ‘এমভি আবদুল্লাহ’ জাহাজ  ও নাবিকদের উদ্ধারে জলদস্যুদের সঙ্গে  গুলিবিনিময় করেছে অন্য একটি জাহাজ। পরে জিম্মিদের হত্যার শঙ্কায় পিছিয়ে যায় সোমালিয়ান নেভির জাহাজটি



বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এ তথ্য জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক জিম্মি নাবিক।


তিনি বলেন, “বুধবার দিনগত রাতে নেভির একটি জাহাজ আমাদের উদ্ধার করার চেষ্টা করেছে। কিন্তু জলদস্যুরা আমাদের হস্তান্তর করেনি। উদ্ধারে আসা জাহাজটি বাইরে থেকে ফায়ার করেছে। তখন জলদস্যুরা বলছে, বাংলাদেশি নাবিকরা জিম্মি আছে। যদি জাহাজ থেকে হামলা হয়, তাহলে নাবিকদের মেরে ফেলবে।”


আরও পড়ুন: সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারেনি বাংলাদেশ


তিনি আরও বলেন, “এ ঘটনার পর উদ্ধারে আসা জাহাজ ২০ নটিক্যাল মাইল দূরে থেকে আমাদের অনুসরণ করছে। আমাদের ক্যাপ্টেনকে তারা জানিয়েছে, তারা আমাদের ফলো করছে।”


এদিকে, সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর অবস্থান শনাক্ত করা হয়েছে। জাহাজটি সোমালিয়ার গারাকাড উপকূল থেকে ৭২ মাইল দূরে অবস্থান করছে। আজ বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর (আইএমবি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। 


আরও পড়ুন: জলদস্যুরা যোগাযোগ না করা পর্যন্ত আলোচনার সুযোগ নেই: কেএসআরএম



এর আগে, ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ নামের বাংলাদেশি জাহাজটি মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জলদস্যুদের কবলে পড়ে। ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এরপর জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে।


জেবি/এসবি