২২ দিনে প্রবাসী আয় এলো সাড়ে ১৫ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪
চলতি বছরের মার্চ মাসের ২২ দিনে প্রবাসী আয় এলো বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১৫ হাজার ৪৮৮ কোটি ২২ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)।
রবিবার (২৪ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আরও পড়ুন: যশোর ইপিজেডের জন্য অধিগ্রহণকৃত জমির দখল গ্রহণ করল বেপজা
কেন্দ্রীয় ব্যাংক তথ্য বলছে, আগের মাস ফেব্রুয়ারিতে গড়ে হিসেবে প্রতিদিন সাত কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ১৪৩ ডলার দেশে এসেছিল। আর আগের বছরের মার্চ মাসে (২০২৩) প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ছয় কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৬৬৬ ডলার। সে হিসাবে চলতি মার্চের প্রথম ১৫ দিনে প্রবাসী আয়ের গতি কিছুটা কমেছে।
আরও পড়ুন: ডাচ-বাংলা ব্যাংকের ভিআইপি ব্যাংকিং লাউঞ্জ চালু
এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ১৫ লাখ ডলার। একই সময়ে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসা প্রবাসী আয়ের পরিমাণ ১২০ কোটি ৪৭ লাখ ৮০ হাজার ডলার। আর ৫৭ লাখ ১০ হাজার ডলার এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে।
তবে রোজার সময় দিকে ঈদ আগে প্রবাসী আয় বাড়বে বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা।
জেবি/এসবি