গরম ও বৃষ্টি নিয়ে নতুন করে যা জানাল আবহাওয়া অফিস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ১৩ই মে ২০২৪


গরম ও বৃষ্টি নিয়ে নতুন করে যা জানাল আবহাওয়া অফিস
ফাইল ছবি

দেশের কিছু কিছু স্থানে বৃষ্টির পূর্বাভাস দিলেও পুরোদেশে গরম বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


সোমবার (১৩ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।


একই সময়ে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


আরও পড়ুন: ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রিমাল’


মঙ্গলবার (১৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এ সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


আরও পড়ুন: আবার আসছে তাপপ্রবাহ


এ ছাড়া বুধবার (১৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পুরোদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসমূহের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


জেবি/এসবি