Logo

দুর্বল হয়েছে রেমাল, উঠিয়ে নেওয়া হল ১০ নম্বর বিপদসংকেত

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মে, ২০২৪, ২২:৫০
71Shares
দুর্বল হয়েছে রেমাল, উঠিয়ে নেওয়া হল ১০ নম্বর বিপদসংকেত
ছবি: সংগৃহীত

সোমবার (২৭ মে) বেলা ১১টার দিকে আবহাওয়া অধিদফতরের ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

অবশেষে বাংলাদেশের উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে পড়েছে।  এর ফলে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে দেওয়া ১০ নম্বর মহাবিপদসংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। ফের চট্টগ্রাম ও কক্সবাজারে দেওয়া ৯ নম্বর মহাবিপদসংকেতও প্রত্যাহার করা হয়েছে। 

৪ বন্দরেই ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ মে) বেলা ১১টার দিকে আবহাওয়া অধিদফতরের ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞাপন

এদিন বেলা ১১টায় আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান অধিদফতরে আয়োজিত এক প্রেস কনফারেন্সে রেমালের দুর্বল হয়ে যাওয়ার তথ্য জানান। তিনি বলেন, “রেমাল এখন স্থল গভীর নিম্নচাপ হিসেবে যশোর ও এর কাছাকাছি এলাকায় আছে। এটি আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে। আর আরও বৃষ্টি ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজিজুর রহমান বলেন, “ঘূর্ণিঝড় আঘাত হানার পর রবিবার রাতে খেপুপাড়ায় বাতাসের সর্বোচ্চ গতি রেকর্ড করা হয় ১১১ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় এখনও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলছে।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD