৩ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এলো জুনে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪


৩ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এলো জুনে
ফাইল ছবি

সদ্যবিদায়ী জুন মাসে ২৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স (প্রবাসী) এসেছে। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১১৮ টাকা ধ‌রে) যার পরিমাণ ২৯ হাজার ৯৯৫ কোটি টাকা। যা গত ৩৬ মাস বা তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে, ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স ।


সোমবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে।

 

কেন্দ্রীয় ব্যাংক বলছে, জুনে ২৫৪ কোটি ২০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। এটি ৩ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।


আরও পড়ুন: আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালু


এর আগে সর্বশেষ ২০২০-২১ অর্থবছরের জুলাইয়ে আড়াই বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। ওই সময় এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স।


আরও পড়ুন: লিটারে ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম


এদিকে, সদ্য সমাপ্ত হওয়া অর্থবছরের মে মাসে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ৩৮ লাখ ডলারের। সে হিসাবে, মে মাসের তুলনায় জুনে ২৮ কোটি ৮২ লাখ ডলার বেশি এসেছে। এছাড়া গেল বছরের জুন মাসে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স।


জেবি/এসবি