Logo

ভিক্ষুকের সালামের উত্তর দেওয়া নিয়ে যা বলছে ইসলাম

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৪, ০১:৩৭
67Shares
ভিক্ষুকের সালামের উত্তর দেওয়া নিয়ে যা বলছে ইসলাম
ছবি: সংগৃহীত

আমি তোমাদের এমন কাজের কথা বলছি যা তোমাদের পারস্পরিক সৌহার্দ বৃদ্ধি করবে

বিজ্ঞাপন

রাস্তার পাশে, ফুটপাতে, স্টেশনে বা পার্কে যে ভিক্ষুকরা বসে থাকে অনেক সময় তারা ভিক্ষার উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণের জন্য পথচারীদের সালাম দেয়। ভিক্ষুকদের এ রকম সালামের উত্তর দেওয়া ওয়াজিব নয়। যেসব প্রচারকর্মী, ফুটপাতের ক্যানভাসার বা বিক্রেতা লোক জড়ো করার জন্য বা দৃষ্টি আকর্ষণের জন্য সালাম দেয়, তাদের সালামের উত্তর দেওয়াও ওয়াজিব নয়।

বিজ্ঞাপন

তবে  প্রকৃত অর্থেই যদি কোনো ভিক্ষুক বা ক্যানভাসার সালাম দেয় এবং সালামকে ভিক্ষা, প্রচার বা বিক্রির মাধ্যম না বানায়, তাহলে তার সালামের জবাব দেওয়া ওয়াজিব।

বিজ্ঞাপন

ইসলামে সালাম অত্যন্ত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ আমল। নবি করিম (সা.) বেশি বেশি সালাম দিতে উৎসাহিত করে বলেছেন সালাম মুসলমানদের পারস্পরিক সৌহার্দ ও ভালোবাসা বাড়ায়। রাসুল (সা.) বলেন,

والَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تَدْخُلُوا الجَنَّةَ حَتّٰـى تُؤْمِنُوا وَلاَ تُؤْمِنُوا حَتّٰـى تَحَابُّوا أوَلاَ أدُلُّكُمْ عَلٰـى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوْهُ تَـحَابَبْتُمْ أفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ

বিজ্ঞাপন

সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ! তোমরা মুমিন না হলে জান্নাতে প্রবেশ করতে পারবে না আর পরস্পরে সৌহার্দ ও ভালোবাসা না রেখে তোমরা মুমিন হতে পারবে না। আমি তোমাদের এমন কাজের কথা বলছি যা তোমাদের পারস্পরিক সৌহার্দ বৃদ্ধি করবে, নিজেদের মধ্যে বেশি বেশি সালাম দাও। (সহিহ মুসলিম: ২০৩)

বিজ্ঞাপন

তবে কিছু অবস্থায় সালাম দেওয়া অপছন্দনীয় ও নিষিদ্ধ। জাবির ইবনু আবদুল্লাহ (রা.) বলেন, এক ব্যাক্তি একবার নবিজিকে (সা.) প্রশ্রাবরত অবস্থায় সালাম দিলো। নবিজি প্রয়োজন পূরণ শেষ করে অজু করার পর তার সালামের উত্তর দিলেন এবং বললেন,

বিজ্ঞাপন

إِذَا رَأَيْتَنِي عَلَى مِثْلِ هَذِهِ الْحَالَةِ فَلاَ تُسَلِّمْ عَلَىَّ فَإِنَّكَ إِنْ فَعَلْتَ ذَلِكَ لَمْ أَرُدَّ عَلَيْكَ

বিজ্ঞাপন

আমাকে এ অবস্থায় দেখতে পেলে সালাম দিও না। এ অবস্থায় আমি তো তোমার সালামের উত্তর দিতে পারবো না। (সুনান ইবনে মাজা: ৩/৩৫২)

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD