সরকার চাইলে কোটা পরিবর্তন-পরিবর্ধন করতে পারবে: হাইকোর্ট


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৪


সরকার চাইলে কোটা পরিবর্তন-পরিবর্ধন করতে পারবে: হাইকোর্ট
ফাইল ছবি

চতুর্থ দিনের মতো কোটাবিরোধী শিক্ষার্থীদের চলছে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি। এদিকে সরকারি চাকরিতে কোটা ইস্যুতে আংশিক রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।  রায়ের কিছু অংশে রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে।


বৃহস্পতিবার (১১ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন।


আরও পড়ুন: ব্যারিকেড ভেঙে ‘ভুয়া ভুয়া’ স্লোগানে শাহবাগে কোটাবিরোধী শিক্ষার্থীরা


রাষ্ট্রপক্ষের ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) সাইফুজ্জামান জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।


আরও পড়ুন: শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ ইউজিসির


তিনি বলেন, “মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের মূল অংশ প্রকাশ করা হয়েছে। রায়ের অনুলিপি ডেসপাস শাখায় আছে।”


জেবী/এসবি