শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ ইউজিসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৪
সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের চলমান আন্দোলন বন্ধ করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার (১১ জুলাই) ইউজিসি সচিব ফেরদৌস জামান সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
আরও পড়ুন: ব্যারিকেড ভেঙে ‘ভুয়া ভুয়া’ স্লোগানে শাহবাগে কোটাবিরোধী শিক্ষার্থীরা
নির্দেশনায় বলা হয়েছে, “সকল প্রতিবাদকারী কোমলমতি ছাত্রছাত্রীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ কাজে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো। দেশের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের শিক্ষার্থীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন মর্মে ইউজিসি আশা করে।”
আরও পড়ুন: কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এতে আরও বলা হয়, ‘প্রতিবাদকারী শিক্ষার্থীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারবেন। আদালত মূল দরখাস্তটি নিষ্পত্তিকালে তাদের বক্তব্য বিবেচনায় নেবে।’
জেবি/এসবি