জাবি শিক্ষার্থীদের উপর পুলিশের টিয়ারশেল-রাবার বুলেট নিক্ষেপ, রণক্ষেত্র ক্যাম্পাস

ফলশ্রুতিতে রণক্ষেত্রে রূপ নেয় পুরো জাবি ক্যাম্পাস
বিজ্ঞাপন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ ও এলোপাতাড়ি রাবার বুলেট ছুড়ছে পুলিশ।
বুধবার (১৮ জুলাই) বিকাল ৫ টায় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান নিলে হঠাৎ টিয়ারশেল নিক্ষেপ ও এলোপাতাড়ি রাবার বুলেট ছুড়ে আক্রমণ শুরু করে পুলিশ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ না করে যে যার হলের দিকে ছুটতে শুরু করে কিন্তু পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে একাধারে গুলি ছুড়তেই থাকে। ফলশ্রুতিতে রণক্ষেত্রে রূপ নেয় পুরো জাবি ক্যাম্পাস।
সংবাদ সংগ্রহ করতে আসা পুলিশের গুলিতে আহত হয় নিউজ ২৪ এর এক প্রতিনিধি। সর্বশেষ পাওয়া তথ্যমতে এখনো গোলাগুলি চলছে।
বিজ্ঞাপন
এমএল/








