জাবিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি-টিয়ারশেল
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৪
সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের অবস্থান ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ শুরু করেছে পুলিশ। চারদিক টিয়ারশেলের ধোঁয়ায় ও কয়েকশত রাউন্ড গুলিতে ছত্রভঙ্গ হয়ে যে যার মতো অবস্থান নেয় শিক্ষার্থীরা। ঘটনাটি জাবির শহীদ মিনার সংলগ্ন এলাকায় ঘটেছে।
তাছাড়া, বুধবার (১৭ জুলাই) দুপুর থেকেই মুখোমুখি অবস্থানে ছিল পুলিশ-শিক্ষার্থীরা। বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ টিয়ারসেল নিক্ষেপ শুরু করে পুলিশ।
আরও পড়ুন: অধ্যাপক জাফর ইকবালকে আজীবন নিষিদ্ধ ঘোষণা শিক্ষার্থীদের
এর আগে দুপুরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। জরুরী সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সিদ্ধান্ত নিলে রেজিস্ট্রার ভবনে ভাঙচুর করেন শিক্ষার্থীরা।
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারীরা। তার পাশেই সাজোয়া যানসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল।
আরও পড়ুন: রংপুরে পার্ক মোড়ের নাম ‘আবু সাঈদ চত্বর’
বিকেলে হঠাৎ করেই আন্দোলনকারীদের ওপর শুরু হয় পুলিশের এ্যাকশন। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এমএল/