Logo

কমপ্লিট শাটডাউনে রণক্ষেত্র মিরপুর, পুলিশ বক্সে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৪, ০১:০৪
59Shares
কমপ্লিট শাটডাউনে রণক্ষেত্র মিরপুর, পুলিশ বক্সে আগুন
ছবি: সংগৃহীত

এক পর্যায়ে পুলিশ পিছু হটলে ট্রাফিক পুলিশের বক্সে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের দেওয়া কর্মসূচী ‌'কমপ্লিট শাটডাউন' এ মিরপুরের কাজীপাড়ায় কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে ট্রাফিক পুলিশের বক্সে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার পর থেকে এমন অবস্থা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে জনবাণীর প্রতিবেদক জানান, মিরপুর ১০ নম্বর এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এই এলাকায় অবস্থান নেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিলে শিক্ষার্থীরা পাল্টা ইট পাটকেল ছোড়েন। পরে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীদের উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশ পিছু হটেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। এই মুহূর্তেই পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

অপরদিকে, চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় সংসদ ভবনের টানেলে তিনি সাংবাদিকদের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন। আইনমন্ত্রী বলেন, আমরা তাদের (শিক্ষার্থী) সাথে বসব, তারা যখনই বসবে আমরা রাজি আছি, আজকে বসলেও আমরা বসব।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, সরকার কোটা সংস্কারের পক্ষে। শিক্ষার্থীরা যখনই চাইবে তাদের সাথে সরকার বসতে রাজি আছে।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD