Logo

রাজধানীর পল্টন মোড় থেকে ৪ আন্দোলনকারী আটক

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুলাই, ২০২৪, ২৪:২৭
97Shares
রাজধানীর পল্টন মোড় থেকে ৪ আন্দোলনকারী আটক
ছবি: সংগৃহীত

পল্টন মোড়ে ৮ থেকে দশজন আন্দোলনকারীকে অবস্থান নিতে দেখা যায়।

বিজ্ঞাপন

রাজধানীতে বিক্ষোভকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সহ-সমন্বয়কারীসহ চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) পল্টন মোড়ে বিক্ষোভকালে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ৪জনের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেজবাহ ও রাফি নামে একজন রয়েছেন। বাকিদের নাম জানা যায়নি।

বিজ্ঞাপন

এর আগে এদিন পল্টন মোড়ে ৮  থেকে দশজন আন্দোলনকারীকে অবস্থান নিতে দেখা যায়। তাদের ছাত্র হত্যার বিচার ও আটকৃতদের মুক্তির দাবিতে নানা স্লোগান দিতেও দেখা যায়। এ সময় পল্টন মোড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর একপর্যায়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাদের সারগে কথা বলার জন্য ডেকে নিয়ে আসেন। পরে মেজবাহ ও রাফি কথা বলতে এগিয়ে গেলে তাদের আটক করা হয়। অন্য দুইজনকে সড়ক থেকে ধরে আনা হয়।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD