রাষ্ট্রপতির ছবি সরানো প্রসঙ্গে যা বললেন পরিবেশ উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩২ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


রাষ্ট্রপতির ছবি সরানো প্রসঙ্গে যা বললেন পরিবেশ উপদেষ্টা
ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশের বিভিন্ন মিশন থেকে সরানোর বিষয়ে কোনো লিখিত নির্দেশনা বা উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের জানা মতে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা লিখিত নির্দেশনা নেই। আর এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্কও নেই।”


আরও পড়ুন: রিকশাচালককে কীসের ভিত্তিতে আটক, ওসির কাছে ব্যাখ্যা তলব


তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে এ নির্দেশনা দিয়েছে। পরে তারা সংশ্লিষ্ট মিশনগুলোতে খবর পৌঁছে দেন। যদিও এ নির্দেশনা আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়নি।


ইতোমধ্যে কিছু মিশন প্রধান জানিয়েছেন তারা সরকারের নির্দেশনা পেয়েছেন এবং কাজও শুরু করেছেন। আবার কয়েকটি মিশনের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, তারা এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাননি।


আরও পড়ুন: জুলাই গণহত্যা মামলায় হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ


একজন কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা থেকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, যা তদারকি করবেন অঞ্চলভিত্তিক নিযুক্ত রাষ্ট্রদূতরা।


উল্লেখ্য, নির্বাচন প্রসঙ্গেও পরিবেশ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণামতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।


এএস