Logo

দাম বাড়ছে আইফোন ১৭ প্রো, তবে বেস স্টোরেজ হবে দ্বিগুণ

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ২৪:৫৪
73Shares
দাম বাড়ছে আইফোন ১৭ প্রো, তবে বেস স্টোরেজ হবে দ্বিগুণ
ছবি: সংগৃহীত

অ্যাপল ব্যবহারকারীদের জন্য আসছে নতুন খবর। আসন্ন আইফোন ১৭ প্রো মডেলের দাম বাড়ানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

অ্যাপল ব্যবহারকারীদের জন্য আসছে নতুন খবর। আসন্ন আইফোন ১৭ প্রো মডেলের দাম বাড়ানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, নতুন মডেলের দাম বর্তমানের তুলনায় ৫০ ডলার বেশি হয়ে দাঁড়াতে পারে ১ হাজার ৪৯ ডলার।

তবে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে অ্যাপল এবার বেস স্টোরেজ দ্বিগুণ করছে। অর্থাৎ, পূর্বের মতো ১২৮ জিবি নয়, বরং ২৫৬ জিবি স্টোরেজ দিয়েই শুরু হবে নতুন আইফোন ১৭ প্রো। ফলে যারা বেস মডেল কিনবেন তারা অতিরিক্ত স্টোরেজের সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চীনা সোশ্যাল মিডিয়ায় অ্যাপল সংক্রান্ত তথ্য ফাঁসকারী ইনস্ট্যান্ট ডিজিটাল দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে ৩০ শতাংশ ট্যারিফ আরোপের কারণেই অ্যাপল দাম বাড়াতে বাধ্য হচ্ছে। তবে কোম্পানি বিষয়টিকে ‘আপগ্রেড’ হিসেবে উপস্থাপন করছে।

এমন কৌশল নতুন নয়। ২০২৩ সালে আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলেও ১২৮ জিবি বাদ দিয়ে সরাসরি ২৫৬ জিবি থেকে শুরু করা হয়েছিল। তখনও দাম বাড়লেও সেটিকে আগের ২৫৬ জিবি স্তরের দাম হিসেবে দেখিয়েছিল অ্যাপল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রভিত্তিক সিআইআরপি’র তথ্যে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে মার্কিন গ্রাহকদের প্রায় ৪৮ শতাংশই বেশি স্টোরেজের আইফোন কিনেছেন। তাই যাদের এমনিতেই বেশি স্টোরেজ নেওয়ার অভ্যাস রয়েছে, তাদের জন্য মোট খরচ অপরিবর্তিত থাকবে। বরং যারা বেস মডেল কিনবেন, তারা এবার অতিরিক্ত সুবিধা পাবেন।

বিশ্লেষকরা মনে করছেন, চীন থেকে আমদানি পণ্যের ওপর বাড়তি শুল্কই দাম বৃদ্ধির মূল কারণ। তবে বেস স্টোরেজ বাড়িয়ে অ্যাপল এটিকে মূল্য সংযোজন হিসেবে বাজারজাত করতে চায়। এতে সবচেয়ে দামী মডেলের বিক্রি কমলেও iCloud+ এর মতো ক্লাউড সার্ভিস থেকে আয়ের সুযোগ বাড়বে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অ্যাপল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে আইফোন ১৭ সিরিজ বাজারে আনবে। তখনই বোঝা যাবে গ্রাহকরা এই নতুন মূল্যনীতি কতটা গ্রহণ করছেন।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD