ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে পারে এক কলেই


Janobani

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৭:০৮ পিএম, ১৮ই আগস্ট ২০২৫


ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে পারে এক কলেই
ছবি: সংগৃহীত

ব্যাংক অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য চুরির নতুন এক কৌশলে প্রতিনিয়ত ফাঁদে পড়ছেন অসংখ্য ব্যবহারকারী। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়ানো এই প্রতারণা এখন পরিচিত হয়েছে ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন-শেয়ারিং স্ক্যাম’ নামে। সহজ কিন্তু ভয়ঙ্কর এই পদ্ধতিতে প্রতারকরা ব্যবহারকারীর ব্যাংক অ্যাপ, ওটিপি, লগইন তথ্য এমনকি পুরো ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নিতে সক্ষম হচ্ছে।


প্রতারণার কৌশল হলো- প্রতারকরা নিজেদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিয়ে ফোন করেন। হঠাৎ কোনো জরুরি সমস্যা সমাধানের অজুহাতে তারা ভুক্তভোগীকে স্ক্রিন শেয়ার করতে বলেন। ব্যবহারকারী একবার অনুমতি দিলেই তাদের হাতে চলে যায় সব তথ্য- ব্যাংক অ্যাপ, মেসেজ, নোটিফিকেশন, এমনকি টাইপ করা প্রতিটি অক্ষরও।


আরও পড়ুন: দাম বাড়ছে আইফোন ১৭ প্রো, তবে বেস স্টোরেজ হবে দ্বিগুণ


সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, মানুষের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা ও অন্ধ আস্থাকে কাজে লাগাচ্ছে প্রতারকরা। অনেক ব্যাংক অ্যাপে স্ক্রিন রেকর্ডিং নিষিদ্ধ করার সুরক্ষা ব্যবস্থা থাকলেও, স্ক্রিন শেয়ার সক্রিয় হলে তা কার্যকর থাকে না।


সংযুক্ত আরব আমিরাতের সাইবার নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, শুধু ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ৪৪ হাজারেরও বেশি স্ক্রিন-শেয়ার প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। বেশিরভাগ প্রতারণা ভুয়া চাকরির অফার, আকর্ষণীয় বিনিয়োগ প্রস্তাব বা অ্যাকাউন্ট সমস্যার অজুহাতে শুরু হয়।


আরও পড়ুন: যে কারণে ফেসবুকে ফলোয়ার বাড়ছে না, জেনে নিন কারণ


প্রতারণা এড়াতে করণীয়- ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নামে কল এলে পরিচয় নিশ্চিত করুন, হোয়াটসঅ্যাপে কখনো স্ক্রিন শেয়ার করবেন না, অজানা অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন, অপরিচিত নম্বর থেকে আসা কল এড়িয়ে চলুন, তাড়াহুড়োর মধ্যে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং সন্দেহজনক নম্বর রিপোর্ট করুন।


বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ঝুঁকিও বাড়ছে। তাই সচেতন থাকা ও যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়াই প্রতারণা এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়।


এএস