স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, অধ্যাদেশ জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১০ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

এবার থেকে আর দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে না। প্রতীক বরাদ্দ সংক্রান্ত ধারাগুলো বাতিল করে সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত একটি অধ্যাদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। পরদিন মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি প্রকাশ্যে আসে।
এর আগে গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরবর্তীতে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা বিদায় নেব : আইন উপদেষ্টা
প্রসঙ্গত, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ ও সংস্কার কমিশন দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ জানিয়ে আসছিল।
সংশ্লিষ্টদের মতে, দলীয় প্রতীক বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন- এমন যোগ্য ও স্বতন্ত্র ব্যক্তিদের অংশগ্রহণ বাড়বে। এতে স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ময়মনসিংহে মাসকান্দা বাস কাউন্টার ভাঙচুর, বাস চলাচল বন্ধ

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুদক

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ দায়িত্ব গ্রহণ
