ইরানে স্বামীর মৃত্যুদণ্ড জনসম্মুখে, স্ত্রীর দণ্ড হবে কারাগারে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:০৬ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


ইরানে স্বামীর মৃত্যুদণ্ড জনসম্মুখে, স্ত্রীর দণ্ড হবে কারাগারে
সংগৃহীত ছবি।

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের বেইরাম এলাকায় প্রকাশ্যে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চারজনকে নৃশংসভাবে হত্যার দায়ে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে এই শাস্তি কার্যকর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান।


আরও পড়ুন: আফগানিস্তানে আঘাত হেনেছে ভূমিকম্প


সংবাদমাধ্যম মিজানের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবর মাসে এক নারীর বাড়িতে ডাকাতির সময় ওই ব্যক্তি ও তার স্ত্রী নৃশংসভাবে বাড়ির মালিক এক নারী এবং তার তিন শিশুকে হত্যা করেন। এ ঘটনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে এপ্রিল মাসে ইরানের সুপ্রিম কোর্টও রায় বহাল রাখে।


মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জনসমক্ষে ফাঁসি কার্যকর হলেও তার স্ত্রীর মৃত্যুদণ্ড কারাগারের ভেতরে কার্যকর করা হবে বলে মিজান সংবাদমাধ্যম জানিয়েছে। তবে কবে সেই সাজা কার্যকর হবে তা প্রকাশ করা হয়নি।


আরও পড়ুন: আমরা আর মৃত্যু চাই না: সাংবাদিক নুফালের বোন


মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে চীনের পর ইরান দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে সাধারণত ভোরের দিকে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হয়ে থাকে। হত্যা ও ধর্ষণের মতো অপরাধের শাস্তি মৃত্যুদণ্ডযোগ্য হিসেবে বিবেচিত হয় ইরানে।


এসডি/