এসআই সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৭ পিএম, ২০শে আগস্ট ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইমাম হাসান তাইম হত্যাকাণ্ডের মামলায় পুলিশের এসআই সাজ্জাদ-উজ্জামানের জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। একইসঙ্গে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২০ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল হকের বিশেষ চেম্বার জজ আদালত এ আদেশ দেন। এর আগে হাইকোর্ট একটি বেঞ্চ সাজ্জাদ-উজ্জামানকে জামিন দিয়েছিল।
আরও পড়ুন: হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা সিদ্দিক
হাইকোর্টের এ জামিন আদেশের প্রতিবাদে শহীদ পরিবারের সদস্যরা মঙ্গলবার সচিবালয়ের মূল ফটকে বিক্ষোভ করেন।
তারা দাবি তোলেন, জামিনপ্রাপ্ত এসআই সাজ্জাদকে দ্রুত গ্রেফতার করতে হবে। পাশাপাশি, হাইকোর্টের দুই বিচারপতিকে বহিষ্কার ও আইন উপদেষ্টাকে শোকজ করার আহ্বান জানান। দাবি আদায় না হলে আগামী রোববার থেকে সচিবালয় বা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
আরও পড়ুন: তিন দিনের রিমান্ডে কিরণ, নতুন মামলায় গ্রেফতার আতিকুল
এ বিষয়ে গত ১৯ আগস্ট আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লিখেছেন, "জুলাই হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর এক সদস্যকে জামিন দিয়েছেন। এতে শহীদ পরিবার ক্ষুব্ধ হয়েছেন, সেটি স্বাভাবিক। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। কারণ হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের অধীনে নয়।"
এএস