মহাখালী সাততলা বস্তিতে আগুন, ফায়ার সার্ভিস যানজটে আটকা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২০ পিএম, ২০শে আগস্ট ২০২৫


মহাখালী সাততলা বস্তিতে আগুন, ফায়ার সার্ভিস যানজটে আটকা
ছবি: সংগৃহীত

মহাখালী সাততলা বস্তিতে আগুন, যানজটে আটকে আছে ফায়ার সার্ভিসের গাড়ি।


বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে ফায়ার সার্ভিসকে আগুন লাগার খবর দেওয়া হয়।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সাতটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তবে রাস্তায় তীব্র যানজটের কারণে ইউনিটগুলো এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি।


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


আরএক্স/