মহাখালী বস্তিতে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২৬ পিএম, ২০শে আগস্ট ২০২৫


মহাখালী বস্তিতে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 


বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বিকেল ৩টার মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করেন। প্রায় ১৮ মিনিটের চেষ্টায় বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।


আরএক্স/