সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৪ এএম, ২১শে আগস্ট ২০২৫


সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই
ছবি: প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও জনপ্রিয় সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। আদালতে দয়া ও সহানুভূতির জন্য তিনি পরিচিত ছিলেন ‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে। খবর—ফক্স নিউজ।


প্যানক্রিয়াটিক ক্যান্সারে ভুগছিলেন ফ্রাঙ্ক। মৃত্যুর আগের দিনও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থা জানিয়ে প্রার্থনার অনুরোধ করেছিলেন। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


১৯৮৫ সালে রোড আইল্যান্ডে বিচারক হিসেবে নিয়োগ পান ফ্রাঙ্ক ক্যাপ্রিও। আদালতের ভেতরে-বাইরে মানবিক আচরণ ও সহানুভূতির মাধ্যমে লাখো মানুষের মন জয় করেছিলেন তিনি। এজন্য বিশ্বজুড়েই তাকে ‘সবচেয়ে ভালো বিচারক’ আখ্যা দেওয়া হয়।


২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ‘কট ইন প্রভিন্স’ নামের টেলিভিশন শোতে অংশ নেন তিনি। অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এমি অ্যাওয়ার্ডসের মনোনয়নও অর্জন করে।

এসএ/