৬ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৪ পিএম, ২৫শে আগস্ট ২০২৫


৬ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার
ছবি: সংগৃহীত

পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।


সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।


আরও পড়ুন: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে ৭ দফা প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর ডিসি করা হয়েছে। বর্তমান পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে বদলি করে কুষ্টিয়ার ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


এছাড়া, মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুরে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণায় এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


আরও পড়ুন: সকল প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার স্থাপন করতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা


সরকারের এই বদলি ও নিয়োগের মাধ্যমে উল্লিখিত ছয় জেলায় প্রশাসনিক পরিবর্তন কার্যকর হলো।


এএস