১৯৯৩ সালের ওষুধের দাম সংক্রান্ত বিজ্ঞপ্তি অবৈধ: হাইকোর্টের রায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৯ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ নিয়ে ১৯৯৩ সালে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিকে বেআইনি ঘোষণা করেছে হাইকোর্ট।
সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।
আরও পড়ুন: তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চায় সিআইডি
প্রথমদিকে সরকার ৭৩৯ ধরনের জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করত। কিন্তু ১৯৯৩ সালের বিজ্ঞপ্তির মাধ্যমে সেই সংখ্যা কমিয়ে ১৭৭ প্রকার ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে রাখা হয়।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ২০১৮ সালে বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে।
আরও পড়ুন: গুলিস্তানে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৩
আদালতে সংগঠনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, ওষুধ মালিক সমিতির হাতে মূল্য নির্ধারণের ক্ষমতা থাকায় সাধারণ মানুষকে প্রয়োজনীয় ওষুধ অতিরিক্ত দামে কিনতে হয়েছে।
রায়ে হাইকোর্ট স্পষ্ট নির্দেশনা দিয়েছে যে বাংলাদেশে তৈরি সব জীবনরক্ষাকারী ওষুধের দাম সরকারকেই নির্ধারণ করতে হবে। এরই অংশ হিসেবে গত ১৭ আগস্ট অন্তবর্তী সরকার নতুন করে জীবনরক্ষাকারী ওষুধের তালিকা প্রণয়নে একটি টাস্কফোর্স গঠন করেছে। সেই তালিকায় অন্তর্ভুক্ত সব ওষুধের মূল্য সরকার নির্ধারণ করবে বলেও রায়ে উল্লেখ করা হয়।
এএস