গুলিস্তানে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৩


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫৫ পিএম, ২৫শে আগস্ট ২০২৫


গুলিস্তানে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৩
ছবি: সংগৃহীতআবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা ভারত সীমান্তে আটক

রাজধানীর গুলিস্তানে হঠাৎ ঝটিকা মিছিল বের করলে আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।


মতিঝিল জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, আটকরা শুরুতে সাধারণ পথচারীর ভান করে হকি স্টেডিয়ামের সামনে অবস্থান নেন। পরে তারা প্রথমে সাধারণ স্লোগান দিতে থাকলেও হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান তুললে পুলিশ দ্রুত তাদের ধাওয়া করে আটক করে।


আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা ভারত সীমান্তে আটক


তিনি আরও বলেন, পুলিশের কাছে আগেই কিছু গোয়েন্দা তথ্য ছিল। তবে সাধারণ মানুষের ছদ্মবেশে মিছিল শুরু করায় শুরুতে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।


এ ঘটনায় আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তারা ছাত্রলীগ, যুবলীগ না আওয়ামী লীগের মূল সংগঠনের সদস্য- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।


এএস