পুলিশ ও বুয়েট শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত অন্তত ১০

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের সঙ্গে প্রকৌশল শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের সঙ্গে প্রকৌশল শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে বুয়েটের শিক্ষার্থীরা দাবি করেছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর আন্দোলনরত শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান।
বিজ্ঞাপন
পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।
তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যমুনার সামনে বসতে চেয়েছিলাম। কিন্তু যাওয়ার পথেই পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। লাঠিচার্জ করে আমাদের ভাইদের আহত করেছে।
বিজ্ঞাপন
অন্যদিকে শিক্ষার্থীদের পাথর ও ইট নিক্ষেপে বেশ কয়েকজন পুলিশও আহত হয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এর আগে দুপুর ১টার পর বুয়েটের শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
আরও পড়ুন: শাহবাগ মোড় অবরোধ করল বুয়েট শিক্ষার্থীরা
বিজ্ঞাপন
বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীদের তিন দফা দাবি নিয়ে চলমান এই আন্দোলনে শিক্ষার্থীরা কয়েক দিন ধরেই রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন। দাবি পূরণে সরকারের পক্ষ থেকে চার উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, লিখিত ও নির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিজ্ঞাপন
এসডি/








