Logo

১ হাজার ১ টাকায় মসজিদ-মন্দিরকে জমি দিলো রেল মন্ত্রণালয়

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৫, ০১:৩৪
44Shares
১ হাজার ১ টাকায় মসজিদ-মন্দিরকে জমি দিলো রেল মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো প্রতীকী মূল্যে ধর্মীয় উপাসনালয়কে জমি বরাদ্দ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বাংলাদেশে প্রথমবারের মতো প্রতীকী মূল্যে ধর্মীয় উপাসনালয়কে জমি বরাদ্দ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রাজধানীর জোয়ার সাহারা এলাকায় দুটি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি হস্তান্তর করা হয় মাত্র ৩ হাজার ৩ টাকার বিনিময়ে।

বুধবার (২৭ আগস্ট) রেলভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনটি উপাসনালয়ের পরিচালনা কমিটির হাতে বরাদ্দপত্র তুলে দেন ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বরাদ্দ পাওয়া জমির মধ্যে রয়েছে- খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ (০.২০১১ একর বা ৮,৭৬০ বর্গফুট), আন-নূর-জামে মসজিদ (০.০৫৫২ একর বা ২,৪০৫ বর্গফুট) এবং খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির (০.০৫৬২ একর বা ২,৪৫০ বর্গফুট)। সর্বমোট প্রায় ৩১ শতাংশ জমি দেওয়া হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানে ১ হাজার ১ টাকা হারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন রেলওয়ের এ পদক্ষেপকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “বাংলাদেশ সব ধর্মের মানুষের সহাবস্থানের দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই উদ্যোগ পুরো বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে।”

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD