ওমরাহ যাত্রী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিল নভোএয়ার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩৬ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


ওমরাহ যাত্রী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিল নভোএয়ার
ছবি: সংগৃহীত

ওমরাহ পালনকারী যাত্রী এবং বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা চালু করেছে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। নতুন ঘোষণার আওতায় তারা অতিরিক্ত ২০ কেজি ব্যাগেজ বিনামূল্যে বহন করতে পারবেন।


বুধবার (২৭ আগস্ট) নভোএয়ার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমরাহ যাত্রী ও বিদেশগামী শিক্ষার্থীরা অভ্যন্তরীণ রুটে সর্বমোট ৪০ কেজি চেক-ইন ব্যাগেজ বহনের সুযোগ পাবেন। সাধারণত যাত্রীরা ২০ কেজি চেক-ইন ব্যাগেজ ও ৭ কেজি হ্যান্ড ব্যাগ বহনের অনুমতি পান।


আরও পড়ুন: এসবি কর্মকর্তা নিহার রঞ্জনকে ঘিরে সংবাদ ভিত্তিহীন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়


নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, যাত্রীদের ভ্রমণকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ওমরাহ পালনকারী ও বিদেশগামী শিক্ষার্থীদের খরচ সাশ্রয় ও সুবিধার কথা মাথায় রেখেই অতিরিক্ত ব্যাগেজ সুবিধা চালু করা হয়েছে।


বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।


এএস