নুরের ওপর হামলা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:০১ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


নুরের ওপর হামলা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং একটি গভীর ষড়যন্ত্রের অংশ।


শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল ছড়ানোয় মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদ


তিনি বলেন, নুরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। জাতীয় পার্টি অতীতেও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এবারও তারা সেই ইতিহাস প্রকাশ করেছে। এ কারণে তাদের নিষিদ্ধ ঘোষণার যে দাবি উঠেছে, তা আইন অনুযায়ী বিবেচনা করা হবে।


এদিন সকালে তিনি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে টেলিভিশন সেন্টার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন। পরে কেসি কলেজে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


এএস