জরুরি বৈঠকে বসেছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৩ পিএম, ৩০শে আগস্ট ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ পরিস্থিতিতে দ্রুত জরুরি বৈঠকে বসেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এসএন মো. নজরুল ইসলাম বলেন, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণে ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন।
আরও পড়ুন: ডিবি কর্মকর্তা নন মেরুন টি-শার্ট পরিহিত যুবক: ডিবিপ্রধান
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদসহ কয়েকজন নেতাকর্মী।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নুর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন এবং দলীয় নেতাকর্মীরা তাকে স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে নিচ্ছেন।
আরও পড়ুন: আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে তিন রাজনৈতিক দল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান শুক্রবার সকালে জানান, লাঠির আঘাতে নুরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
এএস