আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে তিন রাজনৈতিক দল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:০০ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে তিন রাজনৈতিক দল
ছবি: সংগৃহীত

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক আগামী রবিবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত হবে।


শনিবার (৩০ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।


আরও পড়ুন: নুরকে প্রধান উপদেষ্টার কল, তদন্তের আশ্বাস


তিনি জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর সাম্প্রতিক হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে এবং তার চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে।


আগামী নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, দেশে নির্বাচনের উপযোগী পরিবেশ রয়েছে এবং এ প্রক্রিয়া ঠেকানোর মতো কোনো শক্তি বা ষড়যন্ত্র সফল হবে না।


আরও পড়ুন: নুরের ওপর হামলা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল


তিনি আরও জানান, নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে, ১৫ ফেব্রুয়ারির মধ্যেই ভোট সম্পন্ন হবে।


এএস