বিচার বিভাগের নিয়ন্ত্রণ ফের সুপ্রিম কোর্টের হাতে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৩৫ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫


বিচার বিভাগের নিয়ন্ত্রণ ফের সুপ্রিম কোর্টের হাতে
ছবি: সংগৃহীত

সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কিছু অংশকে অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরে এসেছে। পাশাপাশি আদালত তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশও দিয়েছেন।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সকাল ১০টা ৫০ মিনিটে রুলের ওপর দেওয়া এই রায়ের মাধ্যমে বিচার বিভাগের নিয়ন্ত্রণ বিষয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটে।


আরও পড়ুন: হাবিব-মনিরের নেতৃত্বে পুলিশে দুটি গ্রুপ গড়ে উঠেছিল: সাবেক আইজিপি মামুন


আইনজীবীরা জানান, এ রায়ের ফলে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠনে আর কোনো বাধা থাকছে না। এর আগে ১৩ আগস্ট মামলাটির চূড়ান্ত শুনানি শেষে আজকের দিন রায় ঘোষণার জন্য নির্ধারণ করা হয়েছিল।


রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আর ইন্টারভেনর হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।


আরও পড়ুন: হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন সাবেক আইজিপি মামুনের


উল্লেখ্য, ১৯৭২ সালের মূল সংবিধানে ১১৬ অনুচ্ছেদে বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ছিল। তবে পরবর্তী সংশোধনীতে তা রাষ্ট্রপতির অধীনে চলে যায়। এর ফলে নির্বাহী বিভাগের প্রভাব বিচার বিভাগের ওপর পড়ছিল, যা স্বাধীন বিচার বিভাগের জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। এবার হাইকোর্টের রায়ের মাধ্যমে সেই ক্ষমতা আবার সুপ্রিম কোর্টে ফিরল।


এএস