সাবেক জ্যেষ্ঠ সচিব শহীদ খান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪০ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করা আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: ঘুষ ও দুর্নীতির অভিযোগে বরখাস্ত দুদকের উপপরিচালক
ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
শহীদ খান ১৯৯৬ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে সচিবালয়ে অনুষ্ঠিত ‘জনতার মঞ্চ’ আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। পরে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেফতার
২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি দীর্ঘদিন ওএসডি অবস্থায় থাকতে বাধ্য হন। তবে ২০০৮ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর দ্রুত সময়ে ধারাবাহিক চারটি পদোন্নতির মাধ্যমে তাকে জ্যেষ্ঠ সচিব করা হয়।
এএস