শেষ মুহূর্তে প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন ভিপি প্রার্থী তাহমিনা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:০৭ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


শেষ মুহূর্তে প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন ভিপি প্রার্থী তাহমিনা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টিএসসিতে সাংবাদিকদের সামনে তিনি এ সিদ্ধান্ত জানান। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি।


আরও পড়ুন: শান্তিপূর্ণভাবে শেষ হলো ডাকসুর ৩৮তম নির্বাচন


তাহমিনা অভিযোগ করেন, “শিবির সমর্থিত প্রার্থীর পক্ষে আগে থেকেই পূরণ করা ব্যালট ব্যবহারসহ নানা কারসাজি করে নির্বাচনী জালিয়াতি চালানো হচ্ছে। এটি প্রকৃতপক্ষে একটি প্রহসনের নির্বাচন।”


তিনি আরও বলেন, “আমি, তাহমিনা আক্তার (ব্যালট নং ১০), বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ভিপি প্রার্থী হিসেবে আমার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। একই সঙ্গে এই ভুয়া নির্বাচন বর্জন করছি। শিবিরপন্থী প্রভাবিত ভিসি ও সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের প্রতি অনাস্থা জানাচ্ছি। তাদের পদত্যাগ ও ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।”


আরও পড়ুন: ভোট চলাকালে শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুললেন উমামা ফাতেমা


তাহমিনা আক্তার বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী। জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।


এএস