ডাকসু নির্বাচন
জিয়া হলেও সাদিকের বড় জয়, আবিদ পেলেন চারগুণ কম ভোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩১ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সহ-সভাপতি (ভিপি) পদে বড় ব্যবধানে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। তিনি এ হলে পেয়েছেন ৮৪১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র ১৮১ ভোট, যা সাদিকের ভোটসংখ্যার প্রায় চারভাগের একভাগ।
আরও পড়ুন: ফলাফল নিয়ে উমামার ব্যঙ্গাত্মক পোস্ট: ‘চলিতেছে সার্কাস’
এই হলে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ১৫৩ ভোট এবং বাগছাস সমর্থিত প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৪৭ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শামীম ১৪১ ভোট এবং জামাল উদ্দীন খালিদ ২২ ভোট পান।
ফলাফলের এই চিত্রে স্পষ্ট হয়েছে, জিয়া হলেও বিপুল ব্যবধানে শীর্ষে রয়েছেন সাদিক কায়েম।
এএস