Logo

ফলাফল নিয়ে উমামার ব্যঙ্গাত্মক পোস্ট: ‘চলিতেছে সার্কাস’

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৫
29Shares
ফলাফল নিয়ে উমামার ব্যঙ্গাত্মক পোস্ট: ‘চলিতেছে সার্কাস’
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “চলিতেছে সার্কাস। কে কে দেখতেছেন?!”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওই সময় পর্যন্ত পাঁচটি হলের ফলাফল ঘোষণা হয়েছিল। তাতে দেখা যায়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) পান ৭ হাজার ৭৬ ভোট। ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পান ১ হাজার ৭৮৯ ভোট এবং উমামা ফাতেমা পান ১ হাজার ৩১৬ ভোট।

তার ব্যঙ্গাত্মক পোস্টে সাড়ে তিন হাজারের বেশি রিঅ্যাকশন পড়ে এবং ৮০০-এর বেশি মন্তব্য জমা হয়।

বিজ্ঞাপন

এর আগে একই রাতে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ফলাফলকে ‘পরিকল্পিত প্রহসন’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেন।

বিজ্ঞাপন

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে লড়েছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন।

বিজ্ঞাপন

ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে অংশগ্রহণের হার ছিল ৮০ শতাংশেরও বেশি।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD