Logo

শিবিরের এগিয়ে থাকায় শাহবাগে সমর্থকদের উচ্ছ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৯
31Shares
শিবিরের এগিয়ে থাকায় শাহবাগে সমর্থকদের উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা চলাকালীন শাহবাগ এলাকায় ইসলামী ছাত্রশিবিরের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা চলাকালীন শাহবাগ এলাকায় ইসলামী ছাত্রশিবিরের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

অমর একুশে হল, সুফিয়া কামাল হল ও জিয়া হলসহ একাধিক হলে শিবির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন বলে খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে শাহবাগে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশমুখে গিয়ে দেখা যায়, জামায়াতে ইসলামী ও শিবিরের সমর্থকরা আনন্দ-উচ্ছ্বাসে স্লোগান দিচ্ছেন। তারা ‘শিবির শিবির’ এবং প্রার্থী সাদিক-ফরহাদের নাম ধরে শ্লোগান তুলছেন।

এ সময় শিবিরের এক কর্মী আকরাম হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন নানা নির্যাতনের শিকার হয়েছি। হলে হলে আমাদের দমন করা হয়েছে। আজকের এই বিজয় শুধু শিবিরের নয়, এটি ঢাবির সব ছাত্র সমাজের বিজয়। এটি বাংলাদেশপন্থিদের জয়।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফলাফলের অগ্রগতির সঙ্গে সঙ্গে শিবির সমর্থকরা বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD