আলোচিত ইসলামি বক্তা তাহেরীর নামে মামলা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১৬ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫


আলোচিত ইসলামি বক্তা তাহেরীর নামে মামলা
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীসহ ১৬ জনের নামে মামলা হয়েছে। একই সঙ্গে মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।


হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


আরও পড়ুন: এনবিআরের তদন্তে টিউলিপ সিদ্দিক, কর ফাইল ও ব্যাংক হিসাব মিলল বাংলাদেশে


এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে জসনে জুলুস চলাকালে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।


গত ৮ সেপ্টেম্বর মামলাটি থানায় রেকর্ড করা হয়। এতে দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীকে ৪ নম্বর আসামি করা হয়েছে।


আরও পড়ুন: এনআইডি তথ্য ফাঁস: দুদকের অভিযানে অস্তিত্ব পায়নি দু’টি কোম্পানির


ঘটনার পর ১০ সেপ্টেম্বর ভোরে পুলিশ মামলার ৩ নম্বর আসামি শ্রীপুর গ্রামের জাকির হোসেন জাক্কু (৫৫) এবং ১৩ নম্বর আসামি ইছাপুর গ্রামের হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।


বিজয়নগর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।


এএস