Logo

৩৩ বছর পর জাকসুতে ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৫
24Shares
৩৩ বছর পর জাকসুতে ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

বিজ্ঞাপন

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এখন চলছে ভোট গণনা, আর শিক্ষার্থীরা অপেক্ষা করছেন ফলাফলের জন্য।

এবারের নির্বাচনে ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ইসলামী ছাত্রশিবির, বামপন্থি সংগঠন ও স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল অংশ নেয়। তবে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে প্রায় ৫৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১০২ জন। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছিল, যার মধ্যে ১১টি ছাত্রদের হলে এবং ১০টি ছাত্রীদের হলে।

৩৩ বছর পর অনুষ্ঠিত এই ভোটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এখন ফলাফলের ঘোষণার দিকেই তাকিয়ে আছেন সবাই।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD