Logo

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, ১১:৪৯
32Shares
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত থেকে বুধবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের মোট ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এই অভিযানের উদ্দেশ্য ছিল রাজধানীতে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন সাম্প্রতিক নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনাতেও সম্পৃক্ত থাকতে পারেন।

ডিবির কর্মকর্তারা জানান, শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় কিছু উস্কানিমূলক প্রচারপত্র ও দলীয় প্রতীকসহ ব্যানার-পোস্টারও জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, রাজধানীতে সম্প্রতি নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড বাড়তে শুরু করেছে। এ কারণে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে ডিবি ও থানাভিত্তিক টিমগুলো নিয়মিত অভিযান পরিচালনা করছে।

বিজ্ঞাপন

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও ডিবির টহল জোরদার করা হয়েছে, পাশাপাশি সন্দেহভাজন কার্যক্রমের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD