সাবেক মন্ত্রী রেজাউল করিমের ভাই শামীম শেখ গ্রেফতার

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই শামীম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে পিরোজপুর সদর ও নাজিরপুর থানার তিনটি মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে পিরোজপুর ডিবির একটি দল ঢাকার গুলশান এলাকার এক স্থান থেকে তাকে আটক করে। পরে রাতেই তাকে পিরোজপুরে নিয়ে আসা হয়।
পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, শামীম শেখের বিরুদ্ধে তিনটি মামলার ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মঙ্গলবারই তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হবে।








