Logo

হাদিকে গুলি করা একজন শনাক্ত, সন্ধান দিলেই পুরস্কার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৯
14Shares
হাদিকে গুলি করা একজন শনাক্ত, সন্ধান দিলেই পুরস্কার
ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনার প্রাথমিক তদন্তে সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং তাকে খুঁজে বের করার জন্য সাধারণ জনগণের সহায়তা চেয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হামলার ঘটনায় রাজধানীজুড়ে জোর অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীর একটি ছবি প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। আমরা তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, সাধারণ জনগণের কাছে আবেদন জানানো হয়েছে, যদি কেউ ওই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য জানেন বা তার অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেন, তবে তা নিম্নলিখিত নম্বর বা ৯৯৯-এর মাধ্যমে পুলিশের কাছে জানাতে পারেন।

বিজ্ঞাপন

ডিসি মতিঝিল: ০১৩২০-০৪০০৮০, ওসি পল্টন: ০১৩২০-০৪০১৩২

তিনি আশ্বাস দেন, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং যথাযথভাবে পুরস্কৃত করা হবে।

ডিএমপি আরও জানিয়েছে, হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে অপরাধের বিচার নিশ্চিত করা হবে এবং রাজধানীসহ অন্যান্য এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD