ডেঙ্গুতে একদিনে মৃত্যু ১৬, হাসপাতালে ভর্তি ২৪১৮

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
দেশে একদিনে ডেঙ্গ আক্রান্ত হয়ে আরও ১৬ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪১৮ জন।
মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার ১৬২ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ২৫৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৭ হাজার ৯২৭ জন ডেঙ্গু রোগী।
বিজ্ঞাপন
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৬৮৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৫৬০ জন। মারা গেছেন ২০১ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৬২ জন এবং ঢাকা সিটির বাইরের ৩৯ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যু বরণ করেছেন ২৮১ জন।
জেবি/এসবি
বিজ্ঞাপন








