Logo

ডেঙ্গুর কাছে হার মানলেন সিনিয়র সহকারী সচিব নাজিয়া

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুলাই, ২০২৩, ২৪:০২
29Shares
ডেঙ্গুর কাছে হার মানলেন সিনিয়র সহকারী সচিব নাজিয়া
ছবি: সংগৃহীত

সিনিয়র সহকারী সচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ

বিজ্ঞাপন

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস. এম নাজিয়া সুলতানা৷ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। নাজিয়া আটমাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সবশেষ তিনি মন্ত্রণালয়ের ডব্লিওটিও উইংয়ে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এদিকে সিনিয়র সহকারী সচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বিজ্ঞাপন

জানা গেছে, ৩০তম বিসিএসে নাজিয়া সুলতানা প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন। গত দুই দিন বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি তার (মন্ত্রীর) উপজেলায় ইউএনও থাকাকালে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, নাজিয়া সুলতানার অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD