Logo

আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৩, ২৩:৩৩
59Shares
আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ
ছবি: সংগৃহীত

এর আগে এদিন দুপুর সোয়া ১২টার দিকে আদালতে হাজির হন আমান।

বিজ্ঞাপন

দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ-১ আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।  

বিজ্ঞাপন

এর আগে এদিন দুপুর সোয়া ১২টার দিকে আদালতে হাজির হন আমান।  

বিজ্ঞাপন

গত ২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও তার স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

গেল ৩০ মে সেই রায়ের বিরুদ্ধে আপিল পুনঃশুনানি শেষে তাদের দণ্ড বহাল রেখে রায় দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রায় পাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। গেল ৭ আগস্ট সেই রায় প্রকাশ হয়।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD