Logo

ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন

profile picture
জনবাণী ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৩, ২৪:২৬
43Shares
ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন
ছবি: সংগৃহীত

নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে ভারত বিভিন্ন দেশ থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। ৪টি প্রতিষ্ঠানকে পণ্যটি আমদানির এ অনুমতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স এনবড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং ও অর্ণব ট্রেডিং লিমিটেড।

সোমবার (১৮ সেপ্টেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, “দেশে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আপাতত ভারতসহ বিভিন্ন দেশ থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। চারটি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে পণ্যটি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আমদানি করা ডিম খুচরাপর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।”

বিজ্ঞাপন

ডিম আমদানিতে ৫টি শর্ত নির্ধারণ করে দিয়েছে সরকার। এগুলো হলো-

বিজ্ঞাপন

১. এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত ডিম আমদানি করতে হবে।

বিজ্ঞাপন

২. আমদানিকৃত ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকারের মাধ্যমে নির্ধারিত কিংবা ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ দাখিল করতে হবে।

বিজ্ঞাপন

৩. সরকার নির্ধারিত শুল্ক বা কর পরিশোধ করতে হবে।

বিজ্ঞাপন

৪. নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না।

৫. সরকারের অন্য বিধিবিধান মেনে চলতে হবে।

বিজ্ঞাপন

এর আগে গত ১৪ সেপ্টেম্বর খুচরাপর্যায়ে প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয় সরকার। এরপরও বাজারে দাম না কমায় পণ্যটির আমদানির অনুমতি দিলো সরকার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD