Logo

শেয়ার আত্মসাত: ৬ বছর পর তিনজনের সাজা

profile picture
জনবাণী ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৩, ০২:১০
60Shares
শেয়ার আত্মসাত: ৬ বছর পর তিনজনের সাজা
ছবি: সংগৃহীত

রায় শেষে তিনজনকে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জাল জালিয়াতির মাধ্যমে শেয়ার আত্মসাতের অভিযোগে করা মামলার ছয় বছর পর তিনজনের সাজা দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আব্দুল কাদেরকে বেকসুর খালাস দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহজাহান মজুমদার এ তথ্য জানিয়েছেন। 

রায়ে পৃথক তিন ধারায় সাহিদা বেগম ও এনায়েত হোসেনের আট বছর কারাদণ্ড, ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সাজা দেন আদালত। তবে সব সাজা একসঙ্গে চলবে বিধায় তাদের তিন বছরের সাজা ভোগ করতে হবে। এছাড়া অপর আসামি আব্দুল আলমির দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় শেষে তিনজনকে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানার ফাহিম আল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১৭ নভেম্বর সিআইডির পুলিশ পরিদর্শক মো. ইজাজ উদ্দিন আহমেদ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলার বিচার চলাকালীন আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন। 

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়, সিরাজুল ইসলাম চৌরাঙ্গা ব্রিকস এন্ড ডেভেলপারস কোম্পানির ১০০ টাকা মূল্যের চার হাজার শেয়ারের মালিক ছিলেন। ২০১২ সালের ১২ জানুয়ারি তিনি মারা যান। উত্তরাধিকার সূত্রে মামলার বাদী ফাহিম আল ইসলাম ৮৭৫ টি শেয়ারের মালিক হন। তবে আসামিরা জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র সৃজন করে রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিতে দাখিল করেন। এর মাধ্যমে আসামিরা চার হাজার শেয়ার আত্মসাৎ করে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD