Logo

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে পেট্রোল ছুড়ে ট্রাকে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৩, ২৩:৪১
33Shares
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে পেট্রোল ছুড়ে ট্রাকে আগুন
ছবি: সংগৃহীত

রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ে কাজলা গেইটসংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গেটের সামনে পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছেন অবরোধ সমর্থকরা। চলন্ত মোটরসাইকেল থেকে পেট্রোল ছুড়ে দেয় তারা। এতে ট্রাকটি ভস্মীভূত হয় বলে জানা গেছে।

রবিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ে কাজলা গেইটসংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মতিহার থানার পরিদর্শক মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন ।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী জানায়, রাজশাহীগামী পণ্যবাহী ট্রাকের পথরোধ করেন কয়েকজন অবরোধ সমর্থক। পরে ট্রাকে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান তারা। এতে করে  পণ্যবাহী ট্রাকটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে৷ প্রায় একঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ওই ফায়ার সার্ভিস ইউনিট। তবে ট্রাকটি ভস্মীভূত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মতিহার থানার পরিদর্শক রুহুল আমিন জানান, রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকে আগুন দেয়ার পর পালিয়ে যান অজ্ঞাত যুবকরা। তবে ট্রাকচালক পুলিশকে জানান, চলন্ত মোটরসাইকেল থেকে পেট্রোল ছোড়া হয়েছে। তবে কে বা কারা পেট্রোল ছুড়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD